তুমি আসবে বলে -
আস্তে আস্তে মূর্ত হয়ে উঠছ তুমি ।কাঠামোর ওপর পড়েছে মাটির আস্তরণ ।
শিল্পীর তুলিতে তোমার করুণা ঘন রুপটি উঠছে ফুটে । আকাশে বাতাসে বেজেছে তুমি আসবে ।
প্রকৃতি উঠেছে সেজে , কাশ ফুল দিয়েছে মাথা নুইয়ে , সাদা কমলা শিউলি ফুটেছে ,পদ্ম শালুকে ভরেছে সরোবর । নীল আকাশ ,সাদা মেঘে তোমার সুর ,সেই ধ্বনি ।
বন্যায় ভেসেছে প্রাণ। আগুনে জ্বলেছে ঘর। মৃত্যুর পর মৃত্যুতে ঝরেছে অবিশ্রান্ত বৃষ্টি। নিরাভরণা, বস্ত্রহীনা দুর্গা বিচার চায়। এখন কোথায় বসতে দেব তোমায়? কোন উপাচারে সাজাবো অর্ঘ ? হে শক্তিময়ী, এই বধ্যভূমিতে তবে এসো মা ঐশী মহিমায়। আলতা মাখা পায়ে আবাহন মন্ত্রে অসীম করুণায় স্থিত হও। তোমার জ্যোতিতে উদ্ভাসিত হোক পৃথ্বী। পূর্ণাহুতিতে ভস্মীভূত করো যত কামনা বাসনা, হিংসা, দ্বেষ । একান্তে নিভৃতে স্থিত হও তুমি । লাল পেড়ে শাড়িতে বিনা জৌলুষে এসে দাঁড়াও মা ।
স্নেহ সিক্ত ধারায় জাহ্নবী বয়ে যায় কুলকুল । শস্য শ্যামলা হোক এ ধরণী ।
কোয়েলী ঘোষ
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন