অনিরুদ্ধ দাস

অনিরুদ্ধ দাস
 ভাঙ্গন-২ 

ভাঙ্গন লিখছি
মানুষের ভাঙ্গন
জেব্রাক্রসে দাঁড়িয়ে
হেলেঞ্চা সকাল আর নেই
ভটভটি ভোর সব খেয়েছে
ঈশানে মানকচু নেই
হাসছে মুখ হাসছে বুদ্ধ লাফিং
আর ফে সুং

বাবার ইজিচেয়ার আর নেই
এখন কালভদ্রে যায় বৃদ্ধাশ্রম
দুটি গাড়ি চারটে লকার
সঙ্গে খান চারেক এনজিও পদ
বেটা কনভেণ্টে পড়ে
ইংরাজী বুলি ছোঁড়ে
আমি শালা এক চাটাই ক্লাস পাশ

লদী খাই গাছ খাই
ম্যাইয়া খাই মদ খাই
আমি এক সুসভ্য লেত্যালোক

ওয়ান পারসেন্ট পাই অফ্ কফিন
অ্যাণ্ড এভরি সিঙ্গেল ত্রাণ



অনিরুদ্ধ দাস অনিরুদ্ধ দাস Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.