এ কে এম আব্দুল্লাহ

এ কে এম আব্দুল্লাহ
 একালের চাঁদলিপি 

১।

আজ নতুন চাঁদের একটি স্লাইস আর তার দেহ থেকে ঝরে পড়া এক গ্লাস দুধ দিয়েই নাস্তা করবো। ভালো হেলথ্ এর সাথে ভালো প্রদর্শনিও হবে।

২।

কাদামাখা শিশুগুলো কোথায় ? বাহুবলি ঘাঘরা ডোরায় অজস্র ঘোড়া। এদের ক্ষুর পরিষ্কার করা প্রয়োজন।

৩।

এয়ারকন্ডিশনের জলে ছাতাটা বরফ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে উল্কা বৃষ্টি হবে।




 ছায়া 

১।
ছোট-বড় শহরে তোমাকে খুঁজছি ; স্টভ থেকে দুরে,যেখানে সেদ্ধ হচ্ছে ক্ষুধা।
খাবার টেবিল টপকিয়ে তোমাকে খুঁজছি।
অথচ, তুমি আর আমি পাশাপাশি হাঁটছি।

২।
'সাহারার' ফুসফুস ভূনা হচ্ছে।
খাবার টেবিলে
বারিধারা ক্ষেতের ল্যাটুস
নাইফ-ফর্কের ডগা থেকে
ঝরছে,ছোপ ছোপ লাল রং ভিটামিন।।


এ কে এম আব্দুল্লাহ এ কে এম আব্দুল্লাহ Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.