সুমনা পাল ভট্টাচার্য

সুমনা পাল ভট্টাচার্য
 আড়মোড়া 

আয়নার চোখে এখনও আমাদের মেদুর সংলাপ..

তোমার বাইফোকালের শিকল ডিঙিয়ে উপচে পড়া ঝর্ণায়
চুপচুপে ভিজে যাওয়া আমার বেহায়া আঁচল জানলার বুক ছুঁয়ে এখনও কাঁপছে তিরতির

ঘড়ির বেপরোয়া কাঁটার গায়ে আমাদের সকাল-সন্ধ্যে-রাত
স্মৃতির বয়ামে ভরতে গিয়ে দেখেছি, সময়ের নিরিখে মাপা যায় নি এদের আজও

অন্ধকার সারণী বেয়ে হেঁটে যেতে যেতে যখন বড্ড ভয় করে, চেয়ে দেখি,
আমার দু-চোখের পালকে তোমার মসৃণ চুমুগুলো অজস্র অজস্র আলো রেখেছে জ্বেলে

সেই আলেয়ার হাতছানি আমায় প্রতিদিন এক নতুন জন্ম দেয়
নিমেষে মিশে যাই তোমারই বুকের জঠরে...

আমার ঘুম পায়, বড় ঘুম পায়
এক দীর্ঘ নিশ্চিন্তির ঘুম, প্রশ্রয়ের ঘুম।।



সুমনা পাল ভট্টাচার্য সুমনা পাল ভট্টাচার্য Reviewed by Pd on আগস্ট ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.