কাঁটাতার
পাখির ডানার নীচে ছায়াশব
মেলে রাখে গভীর সুসময়ের হাত
সীমান্তসূর্যের ছায়া মেঘনার জলে
খাল বিল হিজলের গায়ে
বিয়াল্লিশের কালশিটে শোকপৃষ্ঠা
বিষপাতা খুলে খুলে মাইলফলক
কাঁটাতারে ঝুলে থাকে ছেঁড়া আদ্রশৈশব
ওপারে সাজানো সোনালি সফরে
শামুকযোনির বিভীষিকা রাত
কিশোরীর চেয়ে থাকায়
মইদুলের কালো চোখ
গাঁথা আছে নিবিড় জ্যোৎস্না খাদে
বুক আর নাভির নীচে ধু ধু শূন্যপথ
সেদিনের হিজলের কোল
রামধনু ছুঁয়ে ফেলা গাঙচিলের ঠোঁট
চেয়ে থাকা সবুজ কৃতজ্ঞতায়
হেঁটে আসি বার বার
ডুবে যাওয়া অন্ধ মগ্নতায়
খুঁজে আনি মুক্তোজলে ভিজে থাকা হাসি
ভাবি ফিরে যাব সব অধিকারে নিমেষে
কোন দুর্বার ঝড় হয়ে
হারানো মুক্তোর দলে
ঝাউপাতা
দিনের হিসেব মাপতে গিয়ে
বিকেল মুছে রাতের আঁধার
সময় নিজের রাস্তা সাজায়
সঙ্গীহারার দলের মালিক
একটি একটি সকাল দুপুর
তেঁতুল বিচির হিসেব রাখি
অক্ষর শব ঘরের ধূলোয়
বাসন কোসন ময়লা বাসি
শৈশবকাল অভাব ভূষণ
গান গেয়ে যায় জন্মস্বভাব
ক্লান্ত শরীর রামধনু মন
শান্ত মেয়ের সুধার অভাব
সজাগ সময় শরীর বালাই
অসহ্যরাত সুরের বিলাপ
ভোরের রাতে বাসর সাজে
ঝাউপাতাটির কান্নাকথায়
শান্ত মেয়ের ভিতর ভিতর
আগুন আগুন মুক্তো মানিক
রাজা উজির মন্ত্রী প্রজার
শান্ত মেয়ের আগুন বাতিক
আকাশ বাতাস সুরের আলো
মুক্তোমানিক আগুন জ্বালো
ভয়ের নিশান পথের ধুলোয়
আগুন জ্বালো আগুন জ্বালো
পাখির ডানার নীচে ছায়াশব
মেলে রাখে গভীর সুসময়ের হাত
সীমান্তসূর্যের ছায়া মেঘনার জলে
খাল বিল হিজলের গায়ে
বিয়াল্লিশের কালশিটে শোকপৃষ্ঠা
বিষপাতা খুলে খুলে মাইলফলক
কাঁটাতারে ঝুলে থাকে ছেঁড়া আদ্রশৈশব
ওপারে সাজানো সোনালি সফরে
শামুকযোনির বিভীষিকা রাত
কিশোরীর চেয়ে থাকায়
মইদুলের কালো চোখ
গাঁথা আছে নিবিড় জ্যোৎস্না খাদে
বুক আর নাভির নীচে ধু ধু শূন্যপথ
সেদিনের হিজলের কোল
রামধনু ছুঁয়ে ফেলা গাঙচিলের ঠোঁট
চেয়ে থাকা সবুজ কৃতজ্ঞতায়
হেঁটে আসি বার বার
ডুবে যাওয়া অন্ধ মগ্নতায়
খুঁজে আনি মুক্তোজলে ভিজে থাকা হাসি
ভাবি ফিরে যাব সব অধিকারে নিমেষে
কোন দুর্বার ঝড় হয়ে
হারানো মুক্তোর দলে
ঝাউপাতা
দিনের হিসেব মাপতে গিয়ে
বিকেল মুছে রাতের আঁধার
সময় নিজের রাস্তা সাজায়
সঙ্গীহারার দলের মালিক
একটি একটি সকাল দুপুর
তেঁতুল বিচির হিসেব রাখি
অক্ষর শব ঘরের ধূলোয়
বাসন কোসন ময়লা বাসি
শৈশবকাল অভাব ভূষণ
গান গেয়ে যায় জন্মস্বভাব
ক্লান্ত শরীর রামধনু মন
শান্ত মেয়ের সুধার অভাব
সজাগ সময় শরীর বালাই
অসহ্যরাত সুরের বিলাপ
ভোরের রাতে বাসর সাজে
ঝাউপাতাটির কান্নাকথায়
শান্ত মেয়ের ভিতর ভিতর
আগুন আগুন মুক্তো মানিক
রাজা উজির মন্ত্রী প্রজার
শান্ত মেয়ের আগুন বাতিক
আকাশ বাতাস সুরের আলো
মুক্তোমানিক আগুন জ্বালো
ভয়ের নিশান পথের ধুলোয়
আগুন জ্বালো আগুন জ্বালো
মন্দিরা ঘোষ
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন