রত্না দাশগুপ্তা আইচ

রত্না দাশগুপ্তা আইচ
 ভালোবাসার গল্প 

গল্প শুনি গল্প ভালোবাসার গল্প
দূরে গেছে সাধুটি, তার বাচ্চা বউ এর গল্প
ভীষণ একা আকাশ যখন বাতাস মৃদু মন্দ
বাচ্চা বউ এর নোলক দোলে হাওয়ায় অল্প স্বল্প

খুব কষ্ট মেঘের বুকে নদীর জলে ছায়া
মেঘ কন্যার আঁচল খুটে বিরহী হৃদ কায়া
ঘাসের বুকে খুবটি একা শিশির বোঝে মন
দিন দুনিয়া শূন্য ভীষণ একলা ঘরের কোন

পাশে থাকে যখন সে জন, পায় পা তুলে ঝগড়া
দূরে গেলে বৈরি হাওয়ায় উজার মনের গাঁ
করবোনা আর ঝগড়া ঝাঁটি এই মুল্লাম নাক
বৃষ্টি ফোঁটায় আগুন ঝরে বোশেখ পুরে খাঁক

কে বুঝবে এমন জ্বালা ভিতর ঘরের আঁচ
লাল টিপ একলা আঠায় মুখ ফেরারি কাঁচ
একলা শালিক, উঠোন একা কালবোশেখি ঝড়
বিজলি জোরে ঝিলিক মারে, খর চালা এই ঘর

ধানি খেতের ফাটা বুকে সোহাগ ছেঁচা জল
খুঁটি ধরে বৃষ্টি কাঁদে চোখ ছোঁয়ারই ছল
তোর ছায়াতে আমার ছায়া বসত নিবিড় নীড়
এ অসুখের দাওয়াই যে নেই দরগা ফকির পীর



রত্না দাশগুপ্তা আইচ রত্না দাশগুপ্তা আইচ Reviewed by Unknown on আগস্ট ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.