রবীন বসু

 রবীন বসু
 ধ র্মে র   ন খ 

এ বড় অদ্ভুত এক ধোঁয়াশায় দিন কাটে
কাটে রাত রাত্রিচর পাখিদের ডাক শুনে
বুকের গভীরে দেখি ভয় আর ত্রাস হাঁটে
অজানা আতঙ্কের  ঘুম ভাঙে প্রহর গুণে ।

প্রতিদিন মৃত্যুর মুখ, প্রতিদিন অসহ লাঞ্ছন
প্রান্তরের বিস্তারে পড়ে শালীনতা মুখ থুবড়ে
অন্যরকম রাত ভয়ের চাদরে কাঁপছে এখন
গুজবে ভরেছে দেশ,  জীবন ফেরে হাতড়ে ।

ধর্মের দীর্ঘ নখ সভ্যতার মুখ দেয় আঁচড়ে
ফড়িংডানা নিয়ে মানবতা, পড়ছে আছড়ে ।



  ব রি ষ ণ   

আজ বরিষণ, মেঘের খেলা, ইচ্ছেরা সব ভিজছে দেখি
তা-থৈ তা-থৈ নাচ দেখাচ্ছে পড়শি-মেয়ে নিজের ঘরে ;
অনেক দূরের খবর এল, সই আসবে কি, চল্ তো দেখি,
গোপন কথা জেনে নেব, কে এল তার মনের দোরে ?
মন-জানালা ছুঁয়ে আছে, আজ বরিষণ পাগল-হাওয়া
উথালপাথাল স্মৃতিরা সব ভিড় করেছে গ্রিলের ধারে ;
চকবন্দির ঘেরাটোপে, ইচ্ছে-শালিখ ভিজছে হাওয়া—
বুকের ঝাঁপি উপুড় করে সব ফেলা যায় নদীর ধারে ?
চিহ্ন কিছু রয়ে গেল, অনেকটা তাই অধরা আজ—
খুঁজেপেতে হন্যে হয়ে,  সারাটা দিন সব দেরাজে !
কিই-বা ছিল ? আছেই-বা কি ! অমূল্য সেই রত্নসাজ
মনের  মাঝে সংগোপনে প্রেম  না-হয় সেই  এস্রাজ !
আজ বরিষণ, মেঘের খেলা, ইচ্ছেরা সব ভিজছে দেখি
ওদের সাথে মিশে গিয়ে, দারুণ ভিজছে প্রেমও দেখি ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* মন্তব্য করতে পেজটি রিফ্রেশ করুন .