শামীম পারভেজ

শামীম পারভেজ
 হারিক্যান 

এই সেই হারিক্যান
কেরোসিনে জ্বলে
জ্বালায় সবাই তা
অন্ধকার হলে

এই সেই হারিক্যান
কালোকে করে আলো
এই আলোতেই শিক্ষার্থীরা
ফলাফল করতো ভালো

এই সেই হারিক্যান
থাকতো রানারের হাতে
সমস্যা ছিলনা পথিকের
দূর দূরান্তে যেতে

এই সেই হারিক্যন
ছিলো সবার কাছে
আমাদের ঐতিহ্যর বাতি
আজ হারিয়ে গেছে

এই সেই হারিক্যান
কতো যে ছিল মান
বিদ্যুৎ নিয়েছে কেড়ে
হারিক্যানের সেই স্থান ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ