আমি চলেছি আমি চলেছি বৃষ্টির বুক চিরে
জমে থাকা জল টলমল
টলমল
ধুয়ে দিয়ে যায় কাদা পিচ্ছল।
টলমল।।
ঝমঝম সুরের কত বায়না
শ্রী রাধিকা ঘরে কেন!
বর্ষা ডাকে, মুরলি হাঁকে
না চলে রে তোর কোন বাহানা।
টলমল
টলমল।।
কখনও নিজের মনেই কবিতা আবৃত্তি করে দিশেহারা মন—
বর্ষা এলেই সবুজ শাড়ি পড়ে রুক্ষ মাটি
অভাবী সংসার। ঢেকে রাখে উপবাসী হৃদয়
প্রাণ ভরে দেখে নদী নালা পুকুরের হৃদয়ে স্পন্দন
কেউ মাঠে কেউ ঘাটে ভিজে বেড়ায় সারাক্ষণ।
বর্ষা মেটাতে পারে না চাহিদা শহরে শহরে
চাওয়া আর পাওয়ার মাঝে ঋতুদের ভ্রমণ
তবুও বর্ষার সুরে মেতে ওঠে কপোত- কপোতি
নব দম্পতি সুরে সুর মিলিয়ে হয়ে ওঠে রাগ- রাগিনি...
কত ভাব কত ভাষা কত আশা কত নিরাশার সুর
ঝমঝম রিমঝিম সুরে বেজে উঠে ভাঙ্গা হৃদয়ের অলিগলি...।
সারাদিন- সারারাত আমার মনে বর্ষার সুর রূপ রঙ যেন মোহিনী মন্ত্র ঢেলে দেয় আর মন উদ্বিগ্ন হয়ে বেরিয়ে পড়ে চেনা সুরের খোঁজে অচেনা অলিগলি মাঠ-ঘাট শহর -বন্দর পাহাড়-পর্বত পেরিয়ে সেই সুরে মোহে তার উৎস খুঁজে পেতে, তার পিছু পিছু... আজও সেই মন মাতানো সুর খুঁজে চলেছে মন ... ঝমঝম ঝমঝম গম্ভীর সুর থেকে রিমঝিম রিমঝিম...।
মৃণালিনী
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন