বন্যা ব্যানার্জি

বন্যা ব্যানার্জি
 বিষাদ মঞ্জরী 

কাশের বুকে জমা যত জল কথা
দু :সহ রাতে বরষণ হয়ে ঝরে।
অবহেলা! সে তো কবেই নিয়েছি সয়ে
কবিতা ডুবেছে অলিখিত অক্ষরে।।

তোমার সারা অপেক্ষা টি জুড়ে
বিছিয়ে আঁচল জেগেছি আগুন রাত
বুঝিনিতো ভুল অঙ্কটা আগাগোড়া
নিষ্ফলতায় পূর্ণ হয়েছে হাত।।

তারপর সে তো নৌকো ভাসানো খেলা
ফুলের বাসরে তোমার সুখের স্বপন।
ঝড়ের মাতনে হঠাৎ চমকে দেখি
আমার বুকেতে কেঁদেছে বাইশে শ্রাবণ।।


 বাঁচা 

সাবধানে থেকো
শুধু খেয়াল রেখো
মাঝে মাঝে স্টেশন বদলাবে।

নেমপ্লেট দেখো
একা চলতে শেখো
একদিন পথ চিনে যাবে।

এত কেন ভয়!
কিছুই ধ্রুব নয়
এই আসা যাওয়া।

মুঠো ভরে নাও
দেবার হলে দাও
বদলাক জীবনের ভাষা।।



বন্যা ব্যানার্জি বন্যা ব্যানার্জি Reviewed by Pd on জুলাই ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.