ধর্ম আমার জাকির হুসেন
পান্নালালের বাঁশির সুর ,
পীট সিগারের গীটার ভাসাক -
রোদ্দুর পোড়া ভরদুপুর।
বাজায় শাঁখে শান্তি সুর,
ভরসা থাকুক ধানের গোলায়
মূর্খামি থাক্ অনেক দূর ।
ধর্ম থাকুক দু-মুঠো ভাতে
লক্ষ হাতের লক্ষ কাজ,
ধর্ম বলুক প্রানের ভাষা -
সবার বুকে পড়াক তাজ।
ধর্ম তোমার পলাশ ফুলে
উপচে আসুক রং-এর পাড়,
ধর্ম রাখে ভরসা প্রানের
জীবন বোঝাক অহঙ্কার ।
ধর্ম আমার গীতাঞ্জলি
ধর্ম আমার সঞ্চিতা ,
ধর্ম থাকুক আমের বোলে
গরম পানি করম-চা।
ধর্ম আমার প্রানের গানে
আর একটু ভাই স্বস্তিতে,
ধর্ম শুধু থাক্ বেঁচে থাক্
রাম রহিমের দোস্তিতে।
অনুপ ঘোষাল
Reviewed by Pd
on
জুলাই ০৫, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুলাই ০৫, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন