‘ঘরে ফেরার গান’ অধরা স্বপ্ন ছুঁতে চাওয়ায় আছে, প্রাণের অমোঘ টান ঠিক যেমন সন্ধ্যে নামার আগে,প্রিয় শহরের বুকে বেজে ওঠে, ঘরে ফেরার গান । ঢেউয়ে ঢেউয়ে যেমন খেলে যায় বিপ্লব, আগুনে আগুনে তেমন জাগবে প্রতিবাদ জীবনের স্ফুলিঙ্গ পাবে,তবে তার বাঁচার ছন্দ, যদি হয় মন নবীন,খুঁজে নেবে সে সজল সলীল ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন