কালের শঙ্খ
( কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধা-অর্ঘ্য )
জীবনের রোমে রোমে নিভৃতে কান পেতে শুনি
জীবন দরদী এক মধুর পেলব শঙ্খধ্বনি !
পা দুটো পথেই আছে ,মাটিতে ধুলোয় আর ঘাসে
জীবন আশ্বাস বাণী শঙ্খ-রব ছড়ায় বাতাসে ।
বুলেট ভেঙচি কাটে ! মৃত্যুর মিছিল ঘরে ঘরে
উঠোন রক্তে ভাসে ! চারপাশে শুয়ে থরে থরে-
মানুষেরই আত্মজ , পড়শি সুজন দূরে কাছে
জীবনের প্রাঙ্গণে অবিরত তান্ডব নাচে !
বাতাস বিষিয়ে যায় মানুষের মাংস পোড়া ঘ্রাণে !
দু’ঠোটে কুলুপ এঁটে প্রতিবাদ বন্দী গৃহকোণে !
জানালার চুল ফাঁকে পাতা কিছু উৎসাহী চোখ
শ্বাস ফেলে । মজা লোটে । ঝরে কিছু শোক !
দারুণ সেই দুর্দিনে শপথ কঠিন দুটি পা
নিঃশব্দে পথ হাঁটে । সভ্যতার পূর্তিময় ঘা-
মরমী স্পর্শে তার আরোগ্যের উপকূলে ফেরে
রক্তমাখা পোড়ামাটি সবুজ ফসলে ওঠে ভরে !
এ তো সেই মহানদী ,হিংস্রতার তপ্ত বালুচরে
তৃষার্ত প্রাণের ডাকে সুশীতল সুমিষ্ট নির্ঝরে -
নীরবে দাঁড়ায় এসে । পোড়ামাটি ভস্ম ঠেলে পাশে
জতুগৃহে জাগে প্রাণ সবুজের নতুন আশ্বাসে !
কালের বৃহৎ বট সভ্যতার দারুণ নিদাঘে
ছায়ায় বিছিয়ে আছে অনন্ত জীবন অনুরাগে !
যুগের সূর্য শিখা ! শৌর্যে জীবন পরিমান
ব্যপ্তি ছড়িয়ে গেছে অখন্ড কালের সমান ।
সুশান্ত কুমার ঘোষ
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন