সুমিত্রা পাল

সুমিত্রা পাল
 ব্যর্থতার শব্দগুঞ্জন 

নিস্তব্ধতার অব্যহত গতি হতে একসময় সরে দাঁড়াই
কিছু স্ফুলিঙ্গ মুহূর্ত তৈরি করে।
ভাবলেশহীন মন ক্ষণিকের জন্য চেতনাগ্রাহী হলেও
         পাণ্ডুলিপির পাতায় অজস্র কাটাকুটি
             ভাবনায় অসামঞ্জস্য সমীকরণ...
সমান্তরাল ভাবে এঁকে যাই একই জীবনের
দুটি ভিন্ন ধর্মী ছবি-
                        চৈতালী ঝড়ের পূর্বাভাস
                        আর ভালোবাসার আত্মগ্লানি,

মিলেমিশে যেন এক ব্যর্থতার সিম্ফনি।




সুমিত্রা পাল সুমিত্রা পাল Reviewed by Pd on জুন ৩০, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.