সোমনাথ গুহ

সোমনাথ গুহ
 ইচ্ছে গুলো  
ইচ্ছে গুলো এখনো বুদবুদের মতোই ভেসে ওঠে
ঘুমহীন রাতে ছিপি খুলে বসে থাকি
চোখ ভরে আসে জলে।
কাঁচা হাতের একটা ছবি বাঁকা চোখে আমায় দেখে
আমারই একটা হাত গরজায় সাথে সাথে
আমারই আঙ্গুল আমার দিকে মুখ তোলে 
দিশাহারা  দুহাত কেবল আজ রঙ তুলি খোঁজে। 
আমি দিয়েছি একদিন যে গলায় কলসি ঝুলিয়ে
সে আজো বেঁচে আছে অন্তরের গহন গভীরে
মাঝে মাঝে তারই ছায়াঘন প্রতিবিম্ব আমার মুখে পড়ে 
আমার ইচ্ছেরা চেয়ে থাকে আমারই মুখোশের আড়ালে। 
জানি একদিন ফুরাবে পৃথিবীর এই গভীর রাত
বন্ধঘরের জানলা দিয়ে ছুয়ে নেব মুক্তির নীলাকাশ 
ইচ্ছেরা সব বাষ্প হয়ে উড়ে যাবে তাও জানি
ভারী হয়ে আসবে সেদিন শুধু এই দুচোখের পাতা।

সোমনাথ গুহ সোমনাথ গুহ Reviewed by Pd on জুন ৩০, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.