হাওয়া বদল
আজ তোমার সাথে ঘুরতে যাবো রাই
কিছুটা সময় স্বচ্ছ তোয়ায় দেবো সাঁতার
না ! আজ আর দূরে যেও না
কাছে এসো, ডুব সাঁতার দেবো দুজনে
সারাদিন ট্রামলাইন, গড়ের মাঠ এদিক ওদিক
ঘুরে, সূর্যাস্ত দেখবো শহর থেকে অনেকটা দূরে
কোন পুরনো বটগাছের তলায় বসবো
না !আজ কোন আইসক্রিম নয়,আজ
চিনে বাদামের খোসা ছাড়িয়ে খাবো
মাথার উপরে থাকবে খোলা আকাশ
তুমি গাইবে ' আজীব দাস্তা হ্যায় ইয়ে
কাঁহা শুরু কাঁহা খতম'
আজ আর কাঁধটা সরিয়ে নিও না
মাথাটা রাখতে দিও ঐ ভরসায়
হাওয়া বদলটা দরকার রাই
রোজ রোজ নয় তবে আজ চাই, ভীষণভাবে চাই
দশ ফুট বাই দশ ফুটের টিনের ঘরের বাইরে
কিছুটা সময় চাই, রাই ...
আজ তোমার সাথে ঘুরতে যাবো রাই
কিছুটা সময় স্বচ্ছ তোয়ায় দেবো সাঁতার
না ! আজ আর দূরে যেও না
কাছে এসো, ডুব সাঁতার দেবো দুজনে
সারাদিন ট্রামলাইন, গড়ের মাঠ এদিক ওদিক
ঘুরে, সূর্যাস্ত দেখবো শহর থেকে অনেকটা দূরে
কোন পুরনো বটগাছের তলায় বসবো
না !আজ কোন আইসক্রিম নয়,আজ
চিনে বাদামের খোসা ছাড়িয়ে খাবো
মাথার উপরে থাকবে খোলা আকাশ
তুমি গাইবে ' আজীব দাস্তা হ্যায় ইয়ে
কাঁহা শুরু কাঁহা খতম'
আজ আর কাঁধটা সরিয়ে নিও না
মাথাটা রাখতে দিও ঐ ভরসায়
হাওয়া বদলটা দরকার রাই
রোজ রোজ নয় তবে আজ চাই, ভীষণভাবে চাই
দশ ফুট বাই দশ ফুটের টিনের ঘরের বাইরে
কিছুটা সময় চাই, রাই ...
সিলভিয়া ঘোষ
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন