ঈশ্বর ফিরে যাচ্ছেন
পাথুরে পথটিতে ধূলো বালির আঁচর
আশপাশের ভরাট মানবতায়
অস্থিসার শূন্যতা
জৈবিক চাহিদার রাস্তাঘাটে
লোভের অশ্লীলতা হেঁটে যায়
পিছন ফিরে অতীত ইশারার
রংমশাল
দূরে কোথাও অস্পষ্ট ঈশ্বর ফিরে যাচ্ছেন
যা কিছু সদগুন ঈশ্বরকণায় মিশে যাচ্ছে
চাওয়া পাওয়ার আস্তৃত ধূলোয়
সততা মাটি আঁকড়ে খুঁজে নিচ্ছে
তৃষ্ণার শেষ পানি টুকু
পাথুরে পথটিতে ধূলো বালির আঁচর
আশপাশের ভরাট মানবতায়
অস্থিসার শূন্যতা
জৈবিক চাহিদার রাস্তাঘাটে
লোভের অশ্লীলতা হেঁটে যায়
পিছন ফিরে অতীত ইশারার
রংমশাল
দূরে কোথাও অস্পষ্ট ঈশ্বর ফিরে যাচ্ছেন
যা কিছু সদগুন ঈশ্বরকণায় মিশে যাচ্ছে
চাওয়া পাওয়ার আস্তৃত ধূলোয়
সততা মাটি আঁকড়ে খুঁজে নিচ্ছে
তৃষ্ণার শেষ পানি টুকু
মন্দিরা ঘোষ
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন