জয়দীপ রায়

জয়দীপ রায়

 মনের জমি 

ইঞ্চি খানেক ছেড়ে রেখেছি
মনের।  ভালোবাসার ছাউনি,
বিশ্বাসী খুঁটি পুতে
দেওয়াল তুলে নাও। ভরসার।
সদর দ্বারে ঝুলন্ত স্বপ্ন জাল
মাকরসার সুক্ষ্ম কারুকলা,
তোমাকে জড়িয়ে নেবে।
উষ্ণ রক্তের প্ররোচনা ছিলই
এখন তুমি আরও নির্বাধ।  স্বেচ্ছাদত্ত
মন জমি তোমার ইচ্ছের লাঙলে
কর্ষিত হোক। অনাবাদী ঘুমন্ত রাতে
আবাদ হোক সংবেদী প্রেম।

পাকা সোনালি আবরণ খসে
তোমার ঠোটে মিশে যায় কুন্ঠাহীন
সোহাগ।  অভিগমনের ছাড়পত্র আঁকা
হয় কৃষ্ণচূড়ার লালে।
ছন্নছাড়া আজ আমার আমি
কালবৈশাখীর কালো বিকেলে।
মনকে ফিতে দিয়ে মাপিনি-
মনের মাপ মনই জানে
আর জানো তুমি। শুধু তুমি।



জয়দীপ রায় জয়দীপ রায় Reviewed by Pd on জুন ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.