বলছে রাজা
আমরা শুধু জিতবো জানি
আমরা শুধু কাড়বো ,
মনের মতো বললে কথা
তবেই তাকে রাখবো ।
হাত তুললে দেবো কেটে
বাধ্য হয়ে থাকবে ,
পা তুললে বাদ যাবে তাও
বিদ্রোহীরা ভাগবে ।
যা বলবো মানতে হবে
অন্যথাতে ফাঁসি ,
জোর দেখালে যাবে ভেঙে
সরবতার বাঁশি ।
রাজার কথাই শেষ মানবে
রাজার কথাই সব ,
উল্টো সুরে গান বাঁধলে
জ্যান্ত মানুষ শব ।
প্রজাপালন কাকে বলে
অনেক ভালো জানি ,
শাসন সাথে চলবে শোষণ
আমরা এটাই মানি ।
আমরা সবাই
বলছে সবাই দাও ভেঙে দাও
সবকিছু দাও গুঁড়িয়ে ,
থাকবে নাকো মাথা উঁচু
সবকে দেবো মুড়িয়ে ।
সবাই এখন রেগে আগুন
সারা বছর গরম ,
সবখানেতেই রক্তারক্তি
কেউ দেখি না নরম ।
সবাই যদি খড়্গহস্ত
ভালোবাসবে কে?
বৃষ্টিদিনে মাথার ওপর
ধরবে ছাতা কে?
মানুষ আমরা , সবাই মানুষ
আর যা কিছু ফাঁকি ,
সাদা পাতায় রঙ তুলিতে
শুধুই মানুষ আঁকি ।
আমরা শুধু জিতবো জানি
আমরা শুধু কাড়বো ,
মনের মতো বললে কথা
তবেই তাকে রাখবো ।
হাত তুললে দেবো কেটে
বাধ্য হয়ে থাকবে ,
পা তুললে বাদ যাবে তাও
বিদ্রোহীরা ভাগবে ।
যা বলবো মানতে হবে
অন্যথাতে ফাঁসি ,
জোর দেখালে যাবে ভেঙে
সরবতার বাঁশি ।
রাজার কথাই শেষ মানবে
রাজার কথাই সব ,
উল্টো সুরে গান বাঁধলে
জ্যান্ত মানুষ শব ।
প্রজাপালন কাকে বলে
অনেক ভালো জানি ,
শাসন সাথে চলবে শোষণ
আমরা এটাই মানি ।
আমরা সবাই
বলছে সবাই দাও ভেঙে দাও
সবকিছু দাও গুঁড়িয়ে ,
থাকবে নাকো মাথা উঁচু
সবকে দেবো মুড়িয়ে ।
সবাই এখন রেগে আগুন
সারা বছর গরম ,
সবখানেতেই রক্তারক্তি
কেউ দেখি না নরম ।
সবাই যদি খড়্গহস্ত
ভালোবাসবে কে?
বৃষ্টিদিনে মাথার ওপর
ধরবে ছাতা কে?
মানুষ আমরা , সবাই মানুষ
আর যা কিছু ফাঁকি ,
সাদা পাতায় রঙ তুলিতে
শুধুই মানুষ আঁকি ।
হরিৎ বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন