এম ওয়াসিক আলি

এম ওয়াসিক আলি
 তোমার রুপালি রূপ 

গোধূলির আলো
যখন ধীরে ধীরে নিভে আসে
আঁধারের আকাশে উদিত হয় এক রুপালি চাঁদ
তার জোছনার সোনালি আলোয় স্নাত হয় মায়াবী রাত।

এহেন এক মায়াবী রাতের মায়াজালে
নীল আকাশ জুড়ে  দেখেছিলাম
চাঁদের স্নিগ্ধ আলোর সৌন্দর্যের অনন্য পরশ
ভিজেছিলাম সারাটি রাত ঝিরঝিরে জোছনার হাসিতে।

সেদিনই অপরাহ্ণে
দিনের ঝলমলে আলোয়
দেখেছিলাম আরও এক ঝলকানো চাঁদের অপরূপ রূপ
বুঝিনি ওগো প্রাণসখা, ভিজিনি সেক্ষণে তার কোমল জোছনায়।

কত কাছে ছিলে সেদিন তুমি
কোমল হাতে হাত রেখে হারিয়েছিলাম কল্পনার জগতে
বিভোর ছিলাম তোমার লম্বা কেশের ঘ্রাণের সুবাস গ্রহণে
আলতো ছোঁয়ার আবেশে হারিয়েছিলাম চিরতরে ভালবাসার অতলে।

চুপিচুপি অজান্তেই বলেছিলাম
ওগো বলতে পারো “ মায়াবী রাতে চাঁদ উদিত হয় কেমনে?”
শুধু এক ছোট্ট মুচকি হাসি হেসে
মুখের উপর সাজানো চুলগুলো চকিতের ঝটকায় পেছনে ফেলে
বলেছিলে দ্যাখো!!
না বুঝিনি সেদিন স্নিগ্ধতার পরশ,
দেখিনি সেদিন চাঁদের সে রুপালি রূপ
যদিও মনে গেঁথে আছে আজও তোমার
উছলে পড়া সোনালি আলোয় ভরা সেদিনের মুখখানি।


এম ওয়াসিক আলি এম ওয়াসিক আলি Reviewed by Pd on জুন ৩০, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.