পরিযায়ী নক্ষত্র ও একলা ডাহুক
দাঁড়িয়ে আছো একলা ডাহুক
সারারাত স্পর্শ গন্ধরাজ লেবুর একতরফা আমেজি ঘ্রাণ
দূরে পরে থাকে ক্ষীণ হওয়া নদী
প্রখর রৌদ্র ছাপা আদিবাসী গ্রাম
বুঝতে পারিনি আকাশের বুক থেকে
নক্ষত্র এসেছিলো কাল
বুঝতে পারিনি আগামীর দামে
পাণ্ডুলিপি তে এসেছিলো প্রশ্রয় শ্বাসে
পাশে বসে ছিলো নৈসর্গিক ব্যাকুলতা
অন্ধকার ফিকে করে গুলমোহর বেনামে
ধারে দিয়েছিলো অগুচ্ছ প্রেম
স্বপ্নিল পরিচর্য়ার আবেদন
চাঁদ ঘুমিয়ে যাবার দেওয়ালে
মুক্তো দানায় রেখেছিলো
অলিখিত অক্ষরে ফোঁটা ফোঁটা উপবাসি হেম
অন্ধ পরিণামি বাড়িয়েছিলো সখ্যতা
ক্ষীণ নদীর সৌরমণ্ডল জুড়ে
সালাম প্রণামে অসমাপ্ত গল্প
ডাহুকের নিঃশ্বাস পুড়ে যায় অল্প
আলপথে পড়ে থাকে এলোমেলো লাইনে
কৃষ্ণকায়া মেয়ের অচেনা কবিতা
খড়ের ছাউনিতে আদিবাসী গ্রাম
ভাত ফুটিয়েছিলো চৈত্রের ধানে
সর্বনাশ বিকিয়ে পৌষের প্রাণ
আসন্ন শ্রাবণের বৃষ্টির গানে
মরুতৃষ্ণা আমার সর্বাঙ্গ ছুঁয়ে
বললো ডেকে এসো ঠিকানা লিখি
সেক্টর চার এলিগেন্ট রিজেন্ট হাওয়ার উপরে বসবাস
মেঘালয়ের মেঘ দূরত্ব বেশী নয়
দিগন্তের সবুজ মেখে ধরে থাকা নীল আকাশ
বুঝতে পারিনি ডাহুকের ঠোঁটের লালে
আদিবাসী গ্রামে হয়েছিলো পুষ্প বকুল
এক আত্মা টকপাতা তেলাকুচার অঙ্গ
মুখরে রেখেছিলো আনন্দ মুকুল
হলুদ জবাতে উঠিয়েছিলো ঝড়
নক্ষত্রের গোপন আসার কালে
কণ্ঠছেঁড়া আর্তনাদে কি করে বলি পরিযায়ী থাকে
মেঘের পরতে ধরা ছোঁয়ার বাইরে নীরব ধুসর বেদনাতে ............।
দাঁড়িয়ে আছো একলা ডাহুক
সারারাত স্পর্শ গন্ধরাজ লেবুর একতরফা আমেজি ঘ্রাণ
দূরে পরে থাকে ক্ষীণ হওয়া নদী
প্রখর রৌদ্র ছাপা আদিবাসী গ্রাম
বুঝতে পারিনি আকাশের বুক থেকে
নক্ষত্র এসেছিলো কাল
বুঝতে পারিনি আগামীর দামে
পাণ্ডুলিপি তে এসেছিলো প্রশ্রয় শ্বাসে
পাশে বসে ছিলো নৈসর্গিক ব্যাকুলতা
অন্ধকার ফিকে করে গুলমোহর বেনামে
ধারে দিয়েছিলো অগুচ্ছ প্রেম
স্বপ্নিল পরিচর্য়ার আবেদন
চাঁদ ঘুমিয়ে যাবার দেওয়ালে
মুক্তো দানায় রেখেছিলো
অলিখিত অক্ষরে ফোঁটা ফোঁটা উপবাসি হেম
অন্ধ পরিণামি বাড়িয়েছিলো সখ্যতা
ক্ষীণ নদীর সৌরমণ্ডল জুড়ে
সালাম প্রণামে অসমাপ্ত গল্প
ডাহুকের নিঃশ্বাস পুড়ে যায় অল্প
আলপথে পড়ে থাকে এলোমেলো লাইনে
কৃষ্ণকায়া মেয়ের অচেনা কবিতা
খড়ের ছাউনিতে আদিবাসী গ্রাম
ভাত ফুটিয়েছিলো চৈত্রের ধানে
সর্বনাশ বিকিয়ে পৌষের প্রাণ
আসন্ন শ্রাবণের বৃষ্টির গানে
মরুতৃষ্ণা আমার সর্বাঙ্গ ছুঁয়ে
বললো ডেকে এসো ঠিকানা লিখি
সেক্টর চার এলিগেন্ট রিজেন্ট হাওয়ার উপরে বসবাস
মেঘালয়ের মেঘ দূরত্ব বেশী নয়
দিগন্তের সবুজ মেখে ধরে থাকা নীল আকাশ
বুঝতে পারিনি ডাহুকের ঠোঁটের লালে
আদিবাসী গ্রামে হয়েছিলো পুষ্প বকুল
এক আত্মা টকপাতা তেলাকুচার অঙ্গ
মুখরে রেখেছিলো আনন্দ মুকুল
হলুদ জবাতে উঠিয়েছিলো ঝড়
নক্ষত্রের গোপন আসার কালে
কণ্ঠছেঁড়া আর্তনাদে কি করে বলি পরিযায়ী থাকে
মেঘের পরতে ধরা ছোঁয়ার বাইরে নীরব ধুসর বেদনাতে ............।
তাসমিন আফরোজ
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন