সুপম রায়

সুপম রায়
 সবার হৃদয়ে হেঁটো  

তুমি ভারত ও বাংলাদেশ,
মানি সব্বাই,
মানে মক্তব, মানে লেটো,
ওগো বিদ্রোহী, সেনানী -
তুমি সবার হৃদয়ে হেঁটো ।

তুমি চিৎকার, ভাঙ্গো ক্ষত,
তুমি প্রেমী শাশ্বত ।
তুমি বারুদ ঠাসা শির,
সুরেরও শরণাগত ।

তুমি স্বাধীন, মুয়াজ্জিন,
যুদ্ধে বীর, ধর্মে আবৃত ।
তুমি সহজ থেকে কঠিন,
তুমি তোমার আবিষ্কৃত ।

তুমি কাণ্ডারি, ধূমকেতু -
প্রতিবাদে অসংযত,
ওগো বিদ্রোহী, সেনানী -
তুমি সবার হৃদয়ে হেঁটো ।




সুপম রায় সুপম রায় Reviewed by Pd on মে ২৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.