স্মৃতি রায়

স্মৃতি রায়
 আর একবার চৈত্র 

র একবার চৈত্রের কাছে,সরাসরি
শিমুল ,পলাশের যতো প্রেম ,সমস্তই
তুলে রাখা মেঘেদের মাথার বালিশে
বসন্তের এক অসুখ ,
সেরেছে কিনা আজও জানা হয় নি
বিক্ষিপ্ত কাহিনী সাজাতে ,এলাচ দ্বীপ
শান্ত সবুজ হয়রান
গাছেদের জন্য,লেখা চলছে
এক নতুন নীতি কথার ,আগামী কোন
পাঠশালায় ,পড়বো তোমায়
সুবোধ বালক গাছ!
কৃষ্ণচূড়ার নীচে রাধা কৃষ্ণের পদাবলী আওড়াবো,নচেত তুমি বললে!
আর একবার,এখন বরং লিখি
গাজন ,কাল বৈশাখ......


 চৈত্র স্নান 

চৈতী,দুপুরে পুড়ে যাওয়া বাতাস কে ওড়াতে না পারার ব্যর্থতায় ,
খোলা খোঁপায়
নোয়া পাড়ার মেঠো গলিতে
সাইকেল চাপা ডাক পিওন ,সেই দিন যখন
পৌঁছে দিয়েছিল ,ভাঙনের চিঠি হাতে
আমার পোষা মেনিটার ও ম্যাও বুলিতে
কমা ,সেমিকলন --
পূর্বাভাস সম্পর্কে ও অনেক দ্রুত
আমার গা ঘেঁসে বড্ড আপন-
ভরা চৈত্রে ফাঁসির আদেশ আজও অনির্ধারিত কেবল মাত্র ওর কথা ভেবেই.......


 চৈত্র মেখেছি 

প্রতি মুহূর্ত প্রাক্তন হয়ে উঠছি
এখন সঙ্গী ভরা চৈত্রদিন
সর্বনাশ যদি সৌরভ নিয়ে হাজির হয় ক্ষতি কি? ,বহুবার চৈত্র মেখেছি
উপত্যকা জুড়ে নিরেট জেলি ফিশ শুকাচ্ছে
আর একবার ঢেউ
ঢেউ এর আগে বহুদূর রহস্যের সৈকত...



স্মৃতি রায় স্মৃতি রায় Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.