অদ্রীশ
খ্যাতির বুঝি বেজায় বড়ো নাক
পেট টা বুঝি ফুলে জয় ঢাক
নড়তে চড়তে কষ্ট বুঝি বেশ
এদিক ওদিক ঘাড় নারানোই কাজ?
খ্যাতি বুঝি জ্বরের মতই ওঠে
থার্মোমিটার পারদ নাজেহাল
খ্যাতির ফানুস আকাশ ছুঁয়ে ওড়ে
মাটিতে তার পা টালমাল
খ্যাতি বুঝি সাপের পাঁচ পা
খ্যাতির সবই মস্ত জাড়িজুড়ি
নামতে গেলেই খেজুর কাটার ঘা
নাম যশ ঘুড়ি সুতোর ছড়াছড়ি
খ্যাতির ফুল কোথায় ফোটে জানো?
কোন জলে তার প্রানের অধিষ্ঠান
রবি নজরুল সাহিত্যে অদ্রীশ
গুঞ্জরিত প্রাণধারায় মৃত্তিকা মহীয়ান
খ্যাতির বুঝি বেজায় বড়ো নাক
পেট টা বুঝি ফুলে জয় ঢাক
নড়তে চড়তে কষ্ট বুঝি বেশ
এদিক ওদিক ঘাড় নারানোই কাজ?
খ্যাতি বুঝি জ্বরের মতই ওঠে
থার্মোমিটার পারদ নাজেহাল
খ্যাতির ফানুস আকাশ ছুঁয়ে ওড়ে
মাটিতে তার পা টালমাল
খ্যাতি বুঝি সাপের পাঁচ পা
খ্যাতির সবই মস্ত জাড়িজুড়ি
নামতে গেলেই খেজুর কাটার ঘা
নাম যশ ঘুড়ি সুতোর ছড়াছড়ি
খ্যাতির ফুল কোথায় ফোটে জানো?
কোন জলে তার প্রানের অধিষ্ঠান
রবি নজরুল সাহিত্যে অদ্রীশ
গুঞ্জরিত প্রাণধারায় মৃত্তিকা মহীয়ান
রত্না দাশগুপ্ত আইচ
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন