মেঘবালিকার গান
তোমাকে দেখার আছিলায়--
ছুটে গিয়েছিলাম নার্সিংহোমের চৌকাঠে ,
আলো আঁধারির মাঝে ক্ষণিকের ভালো লাগা ।
রেলগাড়ির কামরায়--
মুখোমুখি বসে থাকা দুজোড়া চোখে
অপরিসীম বিশ্বাসের লাজুক আশ্বাস ।
সমাবেশের শেষে--
পড়ন্ত বিকেলে পাশাপাশি পথ চলা ,
কথায় কথায় মনের অলিন্দে প্রবেশ ।
বৃষ্টি থামার পরে--
মুহূর্তের বৃষ্টিতে ধুয়ে গেল ইতিহাস
অনুযোগহীন ভবিষ্যৎ গড়ার স্বপ্নে ।
স্বপ্নের প্রথম ধাপে--
মুক্তির অপেক্ষায় থাকা স্বপ্নগুলোর
সেদিন সম্মিলিত সৃষ্টির আত্মপ্রকাশ ।
প্রতি মুহূর্তেই--
মন খারাপের খোলা বারান্দায়
তোমার খোলা চুলের অনাবিল সুখের পরশ ।
তাই আজও--
এক পৃথিবী লেখার আশায়
ফুসমন্তরের মান ,
সিঁড়ি ভাঙ্গার ওঠা নামায়
মেঘবালিকার গান ।
বিশ্বজিৎ কুণ্ডু
Reviewed by Pd
on
মে ১৪, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন