সংসারমালা
কেন এই টানাপোড়েনের সংসারমালা ;
কেন এই সীমানাছাড়ানো ধূসর আকাশ ,
তার জন্য কেনইবা আঁকবো ছবি ,
গোধূলিলগনে কেনইবা গাইবো গান ?
প্রতি রাতে ধ্বংসের মুখোমুখি
প্রতি প্রাতে বাঁচার জন্য লড়াই ।
শ্রমের বিনিময়ে অর্থ আর অর্থের বিনিময়ে
খাদ্য আর খাদ্যের বদলে বেঁচে থাকা
এবং বেঁচে থাকার বদলে
সেই টানাপোড়েনের সংসারমালা ।
কেন এই টানাপোড়েনের সংসারমালা ;
কেন এই সীমানাছাড়ানো ধূসর আকাশ ,
তার জন্য কেনইবা আঁকবো ছবি ,
গোধূলিলগনে কেনইবা গাইবো গান ?
প্রতি রাতে ধ্বংসের মুখোমুখি
প্রতি প্রাতে বাঁচার জন্য লড়াই ।
শ্রমের বিনিময়ে অর্থ আর অর্থের বিনিময়ে
খাদ্য আর খাদ্যের বদলে বেঁচে থাকা
এবং বেঁচে থাকার বদলে
সেই টানাপোড়েনের সংসারমালা ।
কৌশিক গাঙ্গুলি
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন