নতুন বছর
"পারব নাকো, পারব নাকো"
চলবে নাকো কোনো ওজর
নতুন বছর ।
কোমর বেঁধে নামব সবাই
বাধার ঘাড়ে দেব মোচড়
নতুন বছর ।
বন্ধু সবাই, তাই ধর্মে
দেব নাকো কোনো নজর
নতুন বছর ।
আমি মানুষ
এই দেখো এই আমার দিকে
আমি একটা গোটা মানুষ
মানুষ ছাড়া আর যা কিছু
সবই জেনো মিথ্যে ফানুস ।
তোমার মতো আমিও ঠিক
দুঃখ পেলে কাঁদতে পারি
গভীর দুঃখে তোমার কাছে
খুলব আমি মনের হাঁড়ি ।
তোমার ভালোই আমার ভালো
সবার ভালোয় আমরা খুশি
তোমার সাথে জড়িয়ে আমি
বাজাব এক আলোর বাঁশি ।
আমি মানুষ ------ এই পরিচয়
বর্ণে ধর্মে কী আসে যায়
সব মানুষের মনের ঘরে
লালন কবীর গান গেয়ে যায় ।
"পারব নাকো, পারব নাকো"
চলবে নাকো কোনো ওজর
নতুন বছর ।
কোমর বেঁধে নামব সবাই
বাধার ঘাড়ে দেব মোচড়
নতুন বছর ।
বন্ধু সবাই, তাই ধর্মে
দেব নাকো কোনো নজর
নতুন বছর ।
আমি মানুষ
এই দেখো এই আমার দিকে
আমি একটা গোটা মানুষ
মানুষ ছাড়া আর যা কিছু
সবই জেনো মিথ্যে ফানুস ।
তোমার মতো আমিও ঠিক
দুঃখ পেলে কাঁদতে পারি
গভীর দুঃখে তোমার কাছে
খুলব আমি মনের হাঁড়ি ।
তোমার ভালোই আমার ভালো
সবার ভালোয় আমরা খুশি
তোমার সাথে জড়িয়ে আমি
বাজাব এক আলোর বাঁশি ।
আমি মানুষ ------ এই পরিচয়
বর্ণে ধর্মে কী আসে যায়
সব মানুষের মনের ঘরে
লালন কবীর গান গেয়ে যায় ।
হরিৎ বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন