প্রতিবিম্ব দীপ নিভে যায় সমীরের করুণ স্পর্শে নিভে যায় প্রাণের প্রদীপ। রাজপথে জমা হয় হাজার কালো মুখোশের ভিড়, জ্বলন্ত মোমবাতি হাতে তারা এগিয়ে নিয়ে যায় মৌন মিছিল। দাবি তাদের একটাই-----প্রতিকার চায়। অথচ দেখো-- দুদিন আগেয় জন্মদিনে তার, তারা মোমবাতি নিভিয়ে জানিয়েছিল জন্মদিনের শুভেচ্ছা।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন