বীণা মোদক চৌধুরী

বীণা মোদক চৌধুরী
 তবু মনে রেখো 

বৈশাখ চলে গেছে ......
চলে যায়নি অনাদি অনন্ত যুগ যুগান্ত
ধরে যে ধারা প্রবাহিত নদী পথে
বয়ে চলে জীবনের ডাকে, এখনো কি
চেননি তারে ?

সময়ের অপেক্ষা চেনা গণ্ডির পথ,
যায়নি ফুরায়ে আবার হবে দেখা ।
রেখে গেল তার ভয়ার্ত চেনা রূপরেখা
গ্রীষ্মের বাতাবরণ, খরতাপ, বাস্পহীন
ভাবনায় রেশখানি ফেলে ।

বৈশাখ চলে গেছে.........
গরমের বিকেলে পড়ন্ত রোদ হারিয়ে,
অকস্মাৎ নিকষ কালো অন্ধকার আকাশ!
হাওয়ার গতি আছড়ে পড়ে, গাছপালা ভেঙে,
টিনের চাল উড়ে যায় দিকশূন্য পুরে ।

কালবৈশাখীর সাথে বজ্র কাঁপায় তান্ডব,
বৃষ্টির নিদাদ, পরিমাপ নেই ঝোড়ো হাওয়া,
লন্ডভন্ড আশাহীন জীবন, বাগানের এককোণে
গোলাপের কুসুমকলিটি কুঁড়িতেই বৃন্ত চ্যুত-
শুধু বৈশাখ চলে গেছে...........
          তবু মনে রেখো ।


বীণা মোদক চৌধুরী বীণা মোদক চৌধুরী Reviewed by Pd on মে ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.