অতএব, বসন্ত
১।
কোকিলের ডাক নকল করতে করতে
অভুক্ত ন্যাংটো বাচ্চাটা কোকিল হয়ে ওঠে আর
ধাক্কা দিয়ে ফেলে দেয় কাকের ডিমকে
হিংস্রতা ছড়ায় বসন্তেরা
২।
মাড়িয়ে যাওয়া রক্তপলাশে স্নান করে রাস্তা
দম বন্ধ হয়ে আসে অঞ্জলিতে…
এত গুমোট পরিবেশে পলাশ বাঁচে কি করে?
৩।
কোকিলগুলো পাড়ার মোড়ে আড্ডা দ্যায়
বিকেলে টিউশন থেকে হেঁটে বাড়ি ফেরার সময় শুনি
ওঁদের টপিক ঘোরাফেরা করে আমার আসন্ন বসন্ত নিয়ে
এরপর ফাল্গুনের শেষে দেহে বসন্ত এলে কোকিলগুলো
দূত হিসেবে পাড়ি জমায় আর রক্তাভ লাল রঙটা
অন্যান্য রংদের ছাপিয়ে নিজেকে হাইলাইট করতে থাকে ..
১।
কোকিলের ডাক নকল করতে করতে
অভুক্ত ন্যাংটো বাচ্চাটা কোকিল হয়ে ওঠে আর
ধাক্কা দিয়ে ফেলে দেয় কাকের ডিমকে
হিংস্রতা ছড়ায় বসন্তেরা
২।
মাড়িয়ে যাওয়া রক্তপলাশে স্নান করে রাস্তা
দম বন্ধ হয়ে আসে অঞ্জলিতে…
এত গুমোট পরিবেশে পলাশ বাঁচে কি করে?
৩।
কোকিলগুলো পাড়ার মোড়ে আড্ডা দ্যায়
বিকেলে টিউশন থেকে হেঁটে বাড়ি ফেরার সময় শুনি
ওঁদের টপিক ঘোরাফেরা করে আমার আসন্ন বসন্ত নিয়ে
এরপর ফাল্গুনের শেষে দেহে বসন্ত এলে কোকিলগুলো
দূত হিসেবে পাড়ি জমায় আর রক্তাভ লাল রঙটা
অন্যান্য রংদের ছাপিয়ে নিজেকে হাইলাইট করতে থাকে ..
তন্ময় দেব
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন