''অপরুপা পত্রিকার '' সাহিত্যসভা

''অপরুপা পত্রিকার '' সাহিত্যসভা
হুগলী জেলার উত্তরপাড়া সাহিত্য , সংস্কৃতি্‌ , সঙ্গীতের এক চর্চাকেন্দ্র । প্রতিমাসে অনুষ্ঠিত হয় ''অপরুপা পত্রিকার '' সাহিত্যসভা । সেখানে নিয়মিত অনেক কবিরা আসেন , কবিতা পাঠ হয় । প্রতি বছরে দুটো করে পত্রিকা প্রকাশ করে থাকে।

৫ই মার্চ  গঙ্গার ধারে হিন্দমোটরে অনুষ্ঠিত হল সাহিত্যসভা।  উপস্থিত ছিলেন কলকাতা, হুগলী জেলার অনেক কবি । মনোরম এক পরিবেশে সকাল থেকে শুরু করে বিকেল অবধি কবিতা, গল্প, সঙ্গীতে জমজমাট সাহিত্যসভা। অপরুপা' উঁৎসা'র  পক্ষ থেকে সম্পাদক শ্রী প্রতাপাদিত্য দেব মহাশয়কে কবিগুরুর ছবি সমন্বিত স্মারক ও মানপত্র তুলে দেওয়া হল । প্রবীণ এবং এই প্রজন্মের কবি সান্নিধ্যে শেষ হয় সাহিত্য বিষয়ক বিভিন্ন গুরুত্ম পূর্ণ আলোচনায় অপরুপা পত্রিকার সাহিত্য সভা।


প্রতিবেদক 
 কোয়েলী ঘোষ 
কলকাতা


''অপরুপা পত্রিকার '' সাহিত্যসভা ''অপরুপা পত্রিকার '' সাহিত্যসভা Reviewed by Pd on মার্চ ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.