সোমা ঘোষ

সোমা ঘোষ
 বসন্ত 

বসন্ত আবার এসেছে ফিরে,
প্রাণে দেয় দোলা দখিনা বাতাস,
কৃষ্ণচূড়া, রাধাচূড়ার বুক জুড়ে,
আগুনরঙা ফাগুনে উচ্ছ্বাস ।

প্রেয়সী প্রকৃতি রাঙানো পলাশ রঙে,
প্রেমের স্বপনে লাজে রাঙা মনপ্রাণ,
ফুলেরা মেতেছে ভ্রমরের গুঞ্জনে,
মাদকতা আনে কোকিলের কুহুতান।

ঋতুরাজ ওই প্রেমের বার্তা আনে,
ফুলের আসরে বিহগের কলরব,
আম্রমুকুল মাতাল করে ঘ্রাণে,
আবির রঙে আকাশ রাঙায়
                             বসন্ত উৎসব ॥



সোমা ঘোষ সোমা ঘোষ Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.