সিলভিয়া ঘোষ

সিলভিয়া ঘোষ
 ওলো সই 

কুয়াশা ঘেরা স্মৃতির অলিন্দ বেয়ে
হঠাৎ ই  একরাশ উদাসী দখিনা বাতাস
হুড়মুড়িয়ে মনের গোপন ডাকবাক্সে
সুগন্ধি মৌরসে মাখানো একটা লেফাফা দিয়ে বলে
নন্দিনী  আমি আছি, ভুলিনি তোমায়

ওকে নিয়ে  ব্যালকোনিতে সাত পাঁচ ভাবতে ভাবতেই
এদিকে উনানের চায়ের জল বাষ্প হলো
তখনই  মুখপোড়া কোকিলটা কুহু কুহু করে সঙ্গী খুঁজতেই
বুকের ভিতর মাদলের দামামা বেজে ওঠে

পলাশ শিমুলের অলক্তক শোভা
নীলাকাশে আবীর ছড়ায়
অপদার্থ অপ্রেমের দেবতাও তখন গেয়ে ওঠে 'ওলো সই ওলো সই....'




সিলভিয়া ঘোষ সিলভিয়া ঘোষ Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.