সঞ্চিতা দাস

সঞ্চিতা দাস
 "রং" 

অপেক্ষার মুহূর্ত একমনে দাগ কাটে অবাক আঙুলে।
বেসামাল আমি,
দাঁড়ের ক্লান্তিতেও জ্বলে আনন্দের ঝলক।
দিশেহারা তুমি ,
সব অচেনা ডিগ্রি আর উঁচু পাঁচিল ।

তবু এক টুকরো স্পষ্টতা,
একটা আকাশ
মাঝনদীতেও ডিসিপ্লিনটা রাখার পলক ফেলতে জানে।

ষোড়শী রং গালে নিরুত্তর,
কেননা যেন ঠিক সময়ে সম্মানে বাঁচে,
থমথমে অঘটনের গন্ধেও।




সঞ্চিতা দাস সঞ্চিতা দাস Reviewed by Pd on মার্চ ২৪, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.