রুমা ঢ্যাং

 শিমুলকথা 

গৃহস্থের বল্লম গুঁড়িয়ে
পাংশুটে যান্ত্রিক উপকূলে দাঁড়িয়ে পড়েছে একটি জাহাজ
নাবিকের চোখে পুরানো খসখসে বসন্তকাল ও একটি শিমুলগাছ

কি এক সত্যযাপনে যেন পড়ন্ত বেলারা হেঁটে চলেছে অবিরাম
সন্ধ্যা জানে তার গতি
হাওয়ার নিঃশ্বাসে মজে আছে আদিগন্ত খোলার মাঠের সহচর

কিশোরীর ডায়েরী থেকে ছেঁড়াপাতা উড়ে এলে মনে হয়
ঢেউ থেকে কুড়িয়ে নিলাম আমার বান্ধবীগাছটি

আলোকুমারীর মেঘের খোলায় ভেসে ওঠে জলসাঘর
মনে পড়ে কিশোর কার্তিকের লুকোচুরি খেলা
সাদামাটা ক্যানভাসের লেগে থাকা তুলির আঁচড় এবং রঙিন ফাগুন
দোলপূর্ণিমা ঠিকানা পেলে দুজন খুঁজে পেত শিমুল কথা

এই পর্যটন শেষে ফিরে যেতে যেতে গন্ধ পাই
দূরের রাস্তায় কারা যেন তার শবদেহ রেখে গেছে।




রুমা ঢ্যাং রুমা ঢ্যাং Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.