রত্না দাশগুপ্তা আইচ

রত্না দাশগুপ্তা আইচ
 বসন্ত 

পলাশ সমুদ্র চারিধার ---
আকণ্ঠ ডুবে আছি লালে ---
বিদায়ী সূর্য সেকথা আর কতটুকু জানে ----
হৃদকুপে চোরা ঢেউ বসন্ত অভিলাষ ---
পরবাসী কোকিল বোঝেনা
তার সুচতুর তানে আকুল নিঃস্বাস ---
হৃদ দেউলে ছলকে ছলকে ঝরে
পড়ে রক্ত পলাশ ---
বাঁশি বাজায় উদাসী বাতাস
কনক মঞ্জিরে চপল অভিসার
বনপ্রান্ত সাঁঝ মেখে একাকার
ভরে ওঠে হৃদয় অরণ্য বসন্ত শ্লোকে
ওরে পলাশ আমি বার বার ভেসে যাই
তোকে ভালোবেসে ---



রত্না দাশগুপ্তা আইচ রত্না দাশগুপ্তা আইচ Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.