পাপড়ি গুহ নিয়োগী

মাংস উৎসব



চা বাগানের একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা। সেই থেকেই সাংবাদিকদের নাওয়া খাওয়া বন্ধ । কী ক’রে এই ঘটনাটাকে আরো মুখোরোচক করা যায় ।এদিকে টিভি চ্যানেলের এডিটররা ভাবছে, কে কার আগে ব্রেকিং নিউজ করতে পারবে। 

রামু বসে বসে ভাবছে, আজ অনেক কাগজ বিক্রি হবে। বাড়িতে কতদিন মাংস নেওয়া হয় না, ছেলেটা মাঝে মাঝে বলে। ... ভাঙ্গারি গালে হাত দিয়ে ভাবে, খবর বাসী হলেই আমার কাছে আসবে সব কাগজ। কতদিন মাংস দিয়ে মদ খাই না শালা। আসলে ফাঁকা বস্তা কোনদিন দাঁড়াতে পারে না।

মেয়েটি যেন কেন্দ্রবিন্দু হয়ে থাকে এই মাংস উৎসবে।







পাপড়ি গুহ নিয়োগী পাপড়ি গুহ নিয়োগী Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.