নীপবীথি ভৌমিক

নীপবীথি ভৌমিক
 পলাশ তোমাকে 

এ বুকের ভেতর  আজও  স্নানঘরে সেতার বাজে
অথচ,সংকীর্তন শেষ  রাত বিনিদ্রার ভৈরবী চোখে,
                       পলাশ আকাশ ছেঁয়ে এখন
ফাল্গুনী রঙ মহুয়ার নেশা নেশা খেলা,
                      অথচ, নগর তো চেয়েও দেখেনি  অষ্টম প্রহর ছুঁয়ে ছুঁয়ে নামা সেই রসধারা !
                      স্নান তো দূরের কথা,
তবে কেন যে বাজে আজও  সেই মন ফকিরার বংশীবাদন…
                     মন ঘরের অন্তপুরে !

---পলাশ,ঠিকানা রেখে গেলাম আমি তোমার কাছে
                   খুঁজে পেলে নিয়ে এসো তাকে  আবার একবার,
                   মীরার বৈরাগী মনঘরে।
নাহ,রাইয়ের নুপুর হতে চাই নি আমি, মীরার ভজন ছুঁয়ে নামুক বৃষ্টি আজ
                   এ বসন্ত যমুনায়।




নীপবীথি ভৌমিক নীপবীথি ভৌমিক Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.