বসন্ত জোছনা রাতের
ফাল্গুন ফুল ফোটাচ্ছে শাল শিমুলের বনে
ভালবাসা আগুন মেখে পলাশ হয়ে ওঠে
প্রকৃতি সৌজন্যের বিছানা বিছিয়ে
জোছনার আলিঙ্গনে আকাঙ্খার সৈকতে--
ইচ্ছের ঢেউগুলো স্মৃতির দ্রবণে মিশে প্রতিশ্রুতি দিচ্ছে ...
লালপাহাড়ির হলুদ ধুলো মেখে মৌনতা
মেঘের ভেলায় ভাসে বসন্ত
গোধুলি বাউল একতারা হাতে
মাতে উৎসবে ছাতিম তলা ।
বসন্ত জোছনা রাতের নীরবতা শোনে
আড়ি পেতে আর খোঁজে সান্ত্বনার যুক্তিগুলো
মহুল গন্ধ ঢেউ তুলে ভেজাই রাত্রির বাতাস ।।
ফাল্গুন ফুল ফোটাচ্ছে শাল শিমুলের বনে
ভালবাসা আগুন মেখে পলাশ হয়ে ওঠে
প্রকৃতি সৌজন্যের বিছানা বিছিয়ে
জোছনার আলিঙ্গনে আকাঙ্খার সৈকতে--
ইচ্ছের ঢেউগুলো স্মৃতির দ্রবণে মিশে প্রতিশ্রুতি দিচ্ছে ...
লালপাহাড়ির হলুদ ধুলো মেখে মৌনতা
মেঘের ভেলায় ভাসে বসন্ত
গোধুলি বাউল একতারা হাতে
মাতে উৎসবে ছাতিম তলা ।
বসন্ত জোছনা রাতের নীরবতা শোনে
আড়ি পেতে আর খোঁজে সান্ত্বনার যুক্তিগুলো
মহুল গন্ধ ঢেউ তুলে ভেজাই রাত্রির বাতাস ।।
নাসির ওয়াদেন
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন