মেঘনা চট্টোপাধ্যায়

মেঘনা চট্টোপাধ্যায়
 এপিটাফ 

মৃত্যুর দেশে যেতে হয় একা খালিহাত
জীবনের পায়ে নামিয়ে যে যার উর্দি
জেনেও তবুও এত ঢেউ কেন রক্তের
মুখ গুঁজে কেন কাঁদে আইলান কুর্দি

সাদা পায়রার বুক চুঁয়ে পড়ে রক্ত
বালির অতলে মুখ গোঁজে ময়ূরাক্ষী
আমার তো শুধু কাগজ কলম সম্বল
আমার তো শুধু পুড়ে যাওয়া চোখ সাক্ষী

তবু আমাদের গান ধুয়ে দেবে রক্ত
তবুও আমরা আনবো সবুজ সৃষ্টি
খঞ্জর হোক ধারালো যতই হোক না
মৃত্যুর কোলে নামাবো প্রাণের বৃষ্টি

বাঁধভাঙা তাজা রক্তে ডুবছে চরাচর
বৈঠা আঁকড়ে মোচার খোলায় ভাসছি
গান লেখা হাতে তোকে ছোঁব শুধু একবার
আইলান,  তুই ঘুমোস না, আমি আসছি।


মেঘনা চট্টোপাধ্যায় মেঘনা চট্টোপাধ্যায় Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.