হরিৎ বন্দ্যোপাধ্যায়

হরিৎ বন্দ্যোপাধ্যায়
 রোদ্দুরের গান 

১।

এইমাত্র সকাল হলো
কোথাও যেন একটা গান বাজছে
মাটির গান
তুমি হেঁটে যাচ্ছো

বটতলায় গোকুল বৈরাগীর আস্তানা
তোমাকে অনেকদিন ধরে খুঁজছিল
তুমি ওর পাশে একটু বসো

রোদ্দুরের গান শুরু হবে ।


২।

ওইরকম ভাবে শুয়ে থেকো না

অনেক কষ্টে আমরা উঠে দাঁড়িয়েছি
আমদের দিকে একবার তাকাও

এবার ঘুমিয়ে গেলে
আর আমাদের ওঠানো যাবে না ।


৩।

ছেলেটির হাত নেই, পা নেই

ছেলেটি একটি গান
নদীর মতো বয়ে চলল
গ্রাম, শহর ছাড়িয়ে অনেক দূরে

গান ছড়িয়ে রোদ উঠল
রোদে ভেসে উঠল একটা, দুটো, তিনটে পাখি ।



৪।

রাস্তা পেরিয়ে
মাঠ পেরিয়ে
নয়ানজুলি পেরিয়ে

তুমি রোদ্দুর ।




হরিৎ বন্দ্যোপাধ্যায় হরিৎ বন্দ্যোপাধ্যায় Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.