তৃণা সরকার

তৃণা সরকার
 অন্নপূর্ণা 

সেই তুমি কোন উদাস বাউল-
একলা পথের ধারে ধারে,
গান বিকিয়ে ,মন মাতিয়ে
ফিরছিলে কোন অন্ধকারে।

পথের ধারে পাতার কুটির ,
টিমটিমে তার মাটির আলো।
মাটির চুলায় কাঠের আগুন ,
কে জানে,তোমার কেন লাগলো ভালো?

এগিয়ে এলে অলস পায়ে,
ভাব যেন এ তোমার ভিটে!
শান্ত চোখে খানিক চেয়ে,
বললে,“খেতে দুমুঠো দে ”

অবাক আমি ভীষণরকম,
হঠাৎ এ কী বিপদ বড় !
ভিখের পাওয়া এইটুকু চাল,
অংশীদার আছে তারও?

মনের কথা মনেই রেখে,
জীর্ণ আসনখানি দিলেম পেতে।
মুখের অন্নটুকু খরচ হলো
অসময়ের অতিথি সৎকারেতে।

হঠাৎ আমার মনের মাঝে
বাজলো বীণা গভীর সুখে।
এই ক্ষুধিত প্রাণ শীতল হলো
তোমার তৃপ্ত মুখের শান্তি চেখে।
                           
               

তৃণা সরকার তৃণা সরকার Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.