তনুশ্রী ঘোষ





 ঘুম চুরি 

বৃষ্টি ভেজা কলাপাতায়, 
চাঁদের আলোর আল্পনা
তারই মাঝে মিশিয়ে দিলাম 
মন ময়ূরীর কল্পনা।

একটা যেন ছোট্ট পরী, 
ঝিলমিলে দুই পাখনা মেলে
আবছা হয়ে ঝাপসা রাতে 
কোথায় যেন হারিয়ে গ্যালে। 

চাপ টগরের মিষ্টি হাসি, 
বৃষ্টি ভিজে লজ্জিত,
স্নিগ্ধ আলোয় এই প্রকৃতি 
সরলতায় সজ্জিত।

দূরের কোন কুঁড়ে থেকে 
টিমটিমে এক হলুদ আলো 
চাঁদের আলোয় দেখছি ছবি
রঙ সবই তার সাদা কালো ।

হেনা ফুলের গন্ধ মেখে 
বাতাসের আজ মন ভারী,
আজকে দেখি এরা সবাই 
করবে আমার ঘুম চুরি ।।
















তনুশ্রী ঘোষ তনুশ্রী ঘোষ Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.