অভিষেক মিত্র

অভিষেক মিত্র
 ফেব্রুয়ারি 

ভাষার প্রবাহে বয়ে চলি, আর
রাত্রি এগিয়ে যায় পরিপূর্ণতায়।
মৃত্যুর বাদ্যযন্ত্র ভরিয়ে তোলে
বরফ, অকারণে কেবলই কাঁদায়।

কে যেন গান শুনিয়ে যায় দিনের শেষে,
আর নোনতা জলে স্বপ্ন যায় ভেসে।

তারপর হৃদয়ের রক্তক্ষরণ
ছুঁয়ে দেয় তারাদের মন, নির্দ্বিধায়।
আদর্শের খুব কাছাকাছি,
পৌঁছে দেয় কবিতা আমায়।

ফেব্রুয়ারি, আজও বইয়ের পাতায়,
কিছু বিপ্লব, কিছু স্বপ্ন রেখে যায়।





অভিষেক মিত্র অভিষেক মিত্র Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.