তন্ময় দেব

তন্ময় দেব

 ব্যক্তিগত 

পাথরজন্ম আমাদের কাম্য নয়। মরুভূমির আঁচল খুঁড়লে
উঠে আসে প্রত্নতাত্ত্বিক স্বার্থ...
জানতে চাই স্বপ্ন দেখে হয় কি?
ব্যক্তিগত ভাবে বাস্তবকেই যখন মেনে নেয় সকলে

রূপকথাকে কল্পনা ভাবিনি কোনোদিন। চাঁদের বুড়ির আড়ালে
কলঙ্ক মোছার প্রয়াস...
পাড় ভাঙা বেগবতী নদীর জামায় পলিমাটি
সেতুর মতো দুলছে স্মৃতিচিহ্ন

তুমি এগিয়ে এলে। হাতে বহুকালের কালিমা
হঠাৎ খেয়াল হল...
এ আমার ব্যক্তিগত চেনা জন্মদাগ



তন্ময় দেব তন্ময় দেব Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.