শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ

 গেছো 

সম্পর্ক এক পর্ণমোচী বৃক্ষের ডাকনাম
মা বাবার গল্পগুলো শেকড় বাকড়ের মত
এ গাছে কাক চিল বিনা লাইসেন্সেই বসতে পারে
এমনকি গানগাওয়া লেজঝোলা পাখিরাও
কেউ কেউ বাসা বেঁধে থেকে যায় পাকাপাকি
সম্পর্কের গা ম্যাজম্যাজ করলে নীল ফুল ফোটে
হইচই আনন্দে লাল হলুদ গোলাপির ইকেবানা
এ গাছের ডালপালায় আমাদের থাকাগুলি দোলে
কালে দিনে পাকে কিছু তিতা মিঠা কর্মের ফল
কোন কোন গাঢ় আঠা সুগন্ধিও হয়
সম্পর্কের সুবাস ছড়িয়ে পড়ে মানুষের মনে ...




শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৭ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.