মন্দিরা ঘোষ

 মন্দিরা  ঘোষ


 আত্মশোধন 

নির্লিপ্ত  রাস্তাঘাটে ছেদহীন সময়ের ক্রীতদাসী  হাঁটে;
ব্যস্ততার বৈভবে যেমন উদাসীন দিন।
ফুটপাতে কেনাবেচা অনঘ জীবিতার রাত।
লোভ নামে দরদামে,জিভ ভেজে অক্ষজ ক্ষিদের জ্বালায়।
স্বপ্নের ছায়ারোদ বসন্ত বিছায়,কংক্রিটের
ফুটপাত নোনা জলে ডুবে যায় রোজ।
প্রহরীহীন বাসর রাতে উন্মুক্ত জন্মদ্বার
যেন উদার নীলকণ্ঠ আকাশ!
কোলাহল ঢেকে দেয় আত্মজ বিলাপ।
কৃতাহ্নিক  শরীর ফেলে নির্জনডানায় শুরু আত্মশোধন।






মন্দিরা ঘোষ  মন্দিরা  ঘোষ Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৭ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.