দিপংকর রায় (প্রতীক)



 আমি পারলাম না 

নাহ, আমি পারলাম না
রক্ত আর অশ্রুতে ভেজা
অহর্নিশ ব্যথিত হৃদয়ে
যে পথ ধরে তুমি
অনায়াসে চললে
নতুন সৃষ্টির ফিরিস্তি নিয়ে
নাহ, আমি পারলাম না
একিই পথে
কণ্টকে বিদ্ধ হয়ে আমি
ক্লান্ত, আহত, জীর্ণ।
প্রতিজ্ঞা তোমার লক্ষ আলোকবর্ষ
ছায়াপথ চষে আনবে
কোটি নবসূর্য
আর আমি মুমূর্ষু।


-----------------------------------------------------------------------------------
দিপংকর রায় (প্রতীক)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
বাংলাদেশ


দিপংকর রায় (প্রতীক) দিপংকর রায় (প্রতীক) Reviewed by Pd on জানুয়ারি ২৭, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.