ফকির রাজা
রাজার নির্দেশ অতএব ক্রমিক হুল্লোড়ে লাইনে এসে দাঁড়াও
তিনি প্রকৃত দেশ প্রেমের মৌলিক একক
নতুন ইতিহাসের স্বঘোষিত বিজ্ঞাপন
ফকির রাজার জয়
০১ রাজার জয়
সময় এসেছে। সম্পূর্ন উলঙ্গ হবার আগে
একবার ফিকির মুখোশ খোল
দাঁড়াও মানুষের পাশে ...
অনিবার্য বিজ্ঞপ্তি
রহস্যের গ্রন্থিগুলো খুলে ফেলে নিদ্রাহীন রিপু
প্রিয় স্পন্দন ডানা মেলে দেয় লাস্য চাঁদের ঠিকানা
চুরি করে আনে অগণন নেশাতুর রাত
প্রকৃত অশ্বারোহী দেহতাপে খুলে ফেলে নিপুন আচ্ছাদন
তোমার মনস্তাপের গোপন গ্লানি আলগোছে তুলে নেয় চাঁদের পুরুষ
কৌণিক হাপরে মাছরাঙা দেহে জেগে ওঠে গোলক চাকা
শ্রাবণের ধারার মতন দেহগন্ধে ভেসে যায় প্লাবনের নদী
স্বাধীনতা ৭০
তোমার স্তনাগ্রচুড়া থেকে নিঙরে নিয়েছে
যাবতীয় নাগরিক শৈলী
যতটুকু ছিল অবিচল রমণীয় দুঃখশ্লোক
ততটুকু গূঢ় মঞ্জুভাষ অভিসন্ধির ষড়যন্ত্রে
আমাকে শোষণ করে যে
আমাকে শাসন করে সে
তবু আমি – ‘ছুয়ে দিই নীরার চিবুক’
ন্যুব্জ সখা ভেসে যায় পউষের স্রোতে
আর কত রক্ত চাই, আরও কত ধর্ষিত যোনি
পুনশ্চঃ অগ্ন্যুৎপাতে...
বিপ্লব পাল
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন