অনাথ নূপুর
বিনামূল্যে পারমাণবিক ফুসফুস
না হয় তুমি সেখানে গেলে না
না হয় বলে উঠলে না
যা তুমি ওদের জানাতে চাও
নিউক্লিয়ার যুগ
রসায়নের স্বরগ্রাম সপ্তম সুরে
নিকুচি করেছে যাদের কথা
একদিন ভালোবেসে যা ছিল
নিভৃত পুকুর ও ঘাস
ঠোঁটের স্পর্শে জীবন-রস
না হয় সেই যুবক
সেই একমাত্র
যাদের ভিড়ে অস্ত্র ধরেছে বর্ডার
যত্র-তত্র রক্তের প্রস্তুতি
দাহ চলছে পতাকা বিছিয়ে
একমাত্র তুমিই জানতে যে অস্ত্র-শরীর
যার ঘামে নেচে উঠে শান্তি পেতে
যার পোষাকের অন্তরালে থাকতে একমাত্র তুমি
জাগাতে বিনামূল্যে পারমাণবিক ফুসফুস ...
অনুপম চ্যাট্টার্জ্জী
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন